ইরাকের মসুলের টাইগ্রিস নদীতে ফেরিডুবিতে নারী এবং শিশুসহ অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। এতে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
তারা নওরোজ উৎসব থেকে ফিরছিলেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরাকের এক শীর্ষ কর্মকর্তা জানান, দুই শতাধিক যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল ফেরিটি। কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ফেরিটি ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে। অনেক যাত্রী নিরাপদে তীরে উঠলেও, সাতার না জানায় অধিকাংশ নারী এবং শিশুর মৃত্যু হয়।