বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার গৌতম গাম্ভীর

ক্রীড়া ডেস্ক

বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার গৌতম গাম্ভীর
বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার গৌতম গাম্ভীর

ক্রিকেট মাঠ থেকে গৌতম গম্ভীর সরাসরি রাজনীতিতে জড়িয়ে গেলেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিতে যোগ দিলেন গম্ভীর।

ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য গম্ভীর নিজের অফিসিয়াল টুইটারে বিজেপিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে লেখেন, সততা ও নৈতিকতার সঙ্গে দেশকে নেতৃত্ব দিতে বিজেপিতে যোগ দিলাম। আশা করি রাজনীতিতে অংশ নিয়ে সাধারণ মানুষের উপকার করতে পারব।

শুধু গম্ভীরই নন, ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর ভারতের রাজনীতিতে সম্পৃক্ত হন নভজ্যোৎ সিংহ সিধু ও মহম্মদ আজহারউদ্দিন।

২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় গম্ভীরের। এরপর থেকে ভারতের হয়ে ১৪৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি এবং ৩৪টি ফিফটির সাহায্যে ৫ হাজার ২৩৮ রান করেন।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া গম্ভীর, ৫৮টি টেস্ট খেলে ৯টি সেঞ্চুরি ও ২২টি ফিফটির সাহায্যে ৪ হাজার ১৫৪ রান করে ক্রিকেটকে বিদায় জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে