রাজধানীর গুলিস্তানে সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক আহত

ডেস্ক রিপোর্ট

বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজন হলেন- জাহিদুল ইসলাম সোহাগ (৪০) সুজাউদ্দিন তালুকদার (৩৮)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দুপুর ১টার দিকে গুলিস্তানের পার্কের পূর্ব পাশে হানিফ ফ্লাইওভারের ঢালের রাস্তায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সুজাউদ্দিন জানান, নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এক্সিকিউটিভ পদে চাকরি করেন তিনি। দুপুরে মতিঝিল থেকে হেঁটে নবাবপুর দিকে যাচ্ছিলেন। পথে হানিফ ফ্লাইওভারের ঢালে কয়েকজন যুবক এলোপাথাড়ি গুলি করতে থাকলে একটি গুলি এসে তার পায়ের উরুতে লাগে।

আহত সুজাউদ্দিন আরও জানান, তার হাতে একটি ব্যাগ ছিলো সেটি দুর্বৃত্তরা নিয়ে গেছে। তবে ব্যাগের ভেতরে কোনো টাকা পয়সা না থাকলেও অফিসের জরুরি কাগজপত্রসহ চেকবই ছিল।

ওই এলোপাথাড়ি গুলিতে সোহাগও আহত হন। তারা দুজনই পথচারী ছিলেন। এতে অন্যকে চেনেন না। গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, তার বাড়ি ফরিদপুর বোয়ালমারী উপজেলায়। তিনি সকালে গুলিস্তানে আসেন। পরে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কয়েকজন এলোপাতাড়ি গুলি করলে তার পায়ে গুলি লাগে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত কিছুই জানা যায়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে