চীনের হুনান প্রদেশের একটি মহাসড়কে পর্যটকদের বহনকারী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্ততপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হুনান প্রদেশের হানসু জেলার চাংদিতে এ ঘটনা ঘটেছে।
বাসটিতে ৫৩ যাত্রী, একজন ট্যুর গাইড এবং দুইজন চালকসহ মোট ৫৬ জন ছিলেন। ঘটনার প্রাথমিক তদন্তের জন্য চালক দু’জনকে আটক করেছে পুলিশ।
ঘটনায় ৩০ জন আহত হবার ব্যাপরটি নিশ্চিত করেছেন চাংদির স্থানীয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে হুনান প্রদেশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই গুরুতর।
এদিকে ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ৫৯ সিটের বাসটির ভেতরের অংশ পুড়ে কালো হয়ে গেছে। বাসটির ভেতরে থাকা কোনো উপকরণ থেকেই অগ্নিকাণ্ডের সূচনা বলে ধারণা করা হচ্ছে।