নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজরত অবস্থায় মুসলানদের খুন করার যেমন নিন্দা করা হয়েছে তেমনি শিয়া মসজিদে বোমা মেরে মানুষ খুন করারও প্রতিবাদ করা উচিত বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীএমপি।
আজ জাতীয় প্রেস ক্লাবে আওয়ার ইসলাম কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধে আলেম সমাজের অবদান শীর্ষক আলোচনা ও নবীজিকে চিঠি লেখার পুরস্কার বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর কোন আলেম নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেননি। ইসলাম ও আলেম কারো শত্রু না। ধর্ম নিরপেক্ষতা মানে ইসলাম বিরোধীতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মকে সমান দৃষ্টিতে দেখা।
তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার কওমি মাদরাসাকে স্বীকৃতি প্রদান করে যুগান্তকারী অধ্যায় রচনা করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের উন্নয়ন কাজে কওমি মাদরাসার শিক্ষার্থীসহ দেশের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।