সাবেক মন্ত্রী’র গাড়িতে বাসের ধাক্কার ঘটনায় গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট

ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত


গতকাল শুক্রবার সকালে মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খাঁন মেননকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। ওই বাসের চালক আমানুল্লাহ ও তার সহকারী দুলাল মোল্লাকে আসামি করে মামলা করেছেন মেননের গাড়িচালক মো. মজনু মিয়া।

পুলিশ জানিয়েছে, আটক চালক ও সহকারীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে মেনন বলেন, ব্যক্তিগত গাড়িতে সকালে বিমানবন্দরের দিকে যাচ্ছিলাম। মহাখালী উড়াল সেতুসংলগ্ন সড়কের ওপর বলাকা পরিবহনের বাসটি থেমে যাত্রী উঠাচ্ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর বাসটি থামান আমার দেহরক্ষী।

এ সময় কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তা এসে যাচাই করে দেখেন, বাসের বিরুদ্ধে মামলা রয়েছে। চালকের কোনো লাইসেন্স নেই। বাসটির ফিটনেস সনদও নেই। পরে চালক ও তার সহকারীসহ বাসটিকে বনানী থানায় নেয়া হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়, গাড়িতে মেনন ও তার গানম্যান ছাড়াও একজন ছিলেন।

এসআই মোখলেছুর রহমান জানান, ওই বাসটির বিরুদ্ধে আগেও মোবাইল কোর্টে মামলা হয়েছে। মেলেনি চালকের লাইসেন্সও। ওই চালকের বিরুদ্ধেও মামলা হওয়ায় তার লাইসেন্স জব্দ রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে