কলমাকান্দায় ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

কলমাকান্দায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
কলমাকান্দায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন। ছবি : শেখ শামীম

নেত্রকোনার কলমাকান্দায় আজ রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি’- এ স্লোগান তুলে ধরা হয় এ মেলায়। ১৫টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নানা রকম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পণ্য উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে  কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্  মো. ফখরুল ইসলাম ফিরোজ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার  মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফারুক আহম্মেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেন, কলমাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার   ও প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ আখন্দ প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে