সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনায় হেলপার আটক

সারাদেশ ডেস্ক

গোরি মোহাম্মদ ওয়াসিম
গোরি মোহাম্মদ ওয়াসিম। ছবি : সংগৃহিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হেলপার মাসুক আলীকে (৪০) আটক করেছে সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সিংচাপইড় গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। মাসুক আলী সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় দিকে অভিযান চালিয়ে মাসুক আলীকে আটক করা হয়। পরে তাকে সুনামগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।

পুলিশ সুপার বরকতুল্লাহ খান জানান, ঘটনার পর পরই মাসুক আলী ছাতক এলাকায় অবস্থান করছে বলে পুলিশের কাছে খবর আসে। ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানের একপর্যায়ে খবর পাওয়া যায় তিনি তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুককে আটক করে।

আটক মাসুক আলীকে মৌলভীবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় উদার পরিবহনের একটি বাসের চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ওয়াসিম আফনান নিহত হন। ওয়াসিম ও তার কয়েকজন সহপাঠী নবীগঞ্জের আউশকান্দি থেকে সিলেটে আসার জন্য ওই বাসে উঠেছিলেন। বাস চালকের সহকারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হলে তারা শেরপুরেই নেমে যেতে চান। বাসটি শেরপুর থামিয়ে তাদের নামিয়ে দিয়ে চলতে শুরু করলে চাপা পড়েন ওয়াসিম। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে