রুমানা আইসিসির বর্ষসেরা নারী টি-২০ দলের ‘ক্যাপ’ পেলেন

ক্রীড়া ডেস্ক

রুমানা আহমেদ
রুমানা আহমেদ। ফাইল ছবি

রুমানা আহমেদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০১৮ বর্ষসেরা নারী টি-২০ দলের ‘ক্যাপ’ পেলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে রোববার এ কথা জানানো হয়।

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি দলে জায়গা পেয়েছেন রুমানা।

টি-টোয়েন্টি দলের সবাইকেই স্মারক হিসেবে একটি করে ‘ক্যাপ’ উপহার দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রোববার সেটি হাতে পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তারকা।

২০১৮ বর্ষপঞ্জিতে নারী ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ উইকেট শিকার করেন বাংলাদেশ দলের ডানহাতি লেগ স্পিনার।

২০১৮ নারী টি-২০ বিশ্বকাপের চার ম্যাচে চারটিসহ মোট ২৪ ম্যাচে ৩০ উইকেট শিকার করার স্বীকৃতি হিসেবে আইসিসি দলে জায়গা পান রুমানা।

আইসিসি ঘোষিত দলে সর্বোচ্চ পাঁচজন রয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। এ ছাড়া ভারতের তিন, নিউজিল্যান্ডের দুই এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের রয়েছে একজন করে খেলোয়াড়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে