ইসরাইলে রকেট হামলায় ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : ইসরাইলে রকেট হামলা
ছবি : ইসরাইলে রকেট হামলা

ইসরাইলের তেলআবিবে রকেট হামলায় ছয়জন আহত হয়েছেন। এ হামলায় কয়েকটি বসতবাড়িসহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

আজ সোমবার সকালে এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

universel cardiac hospital

২০১৪ সাল থেকে ফিলিস্তিনিরা নিজ দেশে ফেরার আন্দোলন শুরু করে। এতে দেশটির হামাস নেতৃত্ব দিচ্ছে বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়।

উত্তর তেলআবিবে এ হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার সময় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে রয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়।

মাগেন ডেভিড আডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, এ হামলায় ছয়জন আহত হয়েছেন। এদিকে টিভির খবরে হামলার ছবি প্রকাশ করা হয়। এতে একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ দেখানো হয়। পুলিশ এ হামলার ঘটনা শিকার করে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যামানুয়েল নাহশন বলেন, গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে।

তবে এ হামলার ব্যাপারে ইসরাইলের হারেৎজ অনলাইন জানায়, রকেট হামলায় সাতজন আহত হয়েছেন।

হামলার ঘটনায় নেতানিয়াহুর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে