গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক

গাজিপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা অলিপাড়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই সুলতান উদ্দিন জানান।

নিহত রোকসানা আক্তার ওই গ্রামের হুসাইন শেখের স্ত্রী। তাদের সংসারে এক সন্তান রয়েছে।

ঘটনার পর থেকে হুসাইন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে রোকসানাকে প্রায়ই তার স্বামী মারধর করতো; সোমবারও কয়েক দফা মারধরের একপর্যায়ে রোকসানা মারা গেলে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

নিহতের বাবা ইসমাইল বলেন, সোমবার সকালে আমার মেয়ের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে কথা বলতে পারিনি। পরে তার স্বামীর মোবাইলে একাধিকবার ফোন দিলে তার ছোট ভাই ফোন রিসিভ করে বলে আপনার মেয়ে অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোকসানার চাচা নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে তারা হাসপাতালে গেলেও তার ভাজিতির সন্ধান মেলেনি; পরে রোকসানার শ্বশুরবাড়ি গিয়ে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য তা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে