নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎ সংযোগের নতুন খুঁটি পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করেছে এক প্রতারক।
এ বিষয়ে উপজেলার পোগলা ইউনিয়নের ভাটিপাড়ার ভুক্তভোগী বাবলু সরকার একটি লিখিত অভিযোগ সংসদ সদস্য ১৫৭-নেত্রকোনা-১, চেয়ারম্যান বিআরইবি, খিলক্ষেত, ঢাকা, ডেপুটি জেনারেল ম্যানেজার, দুর্গাপুর জোনাল অফিসসহ অনুলিপি কপি দিয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবরে আজ বুধবার অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, একই উপজেলার সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের সুরেশ সরকারের ছেলে প্রায় তিন বছর পূর্বে মিলন সরকার বিদ্যুৎ সংযোগের নতুন খুঁটি পাইয়ে দেওয়ার কথা বলে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
পরে মিলনের কাছে বিদ্যুতের ব্যাপারে জানতে চাইলে আজ কাল বলে টালবাহানা করে। একপর্যায়ে এলাকাবাসীসহ মিলন সরকার কাছে তার দেওয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন ভাবে কৌশলে টাকার কথা এড়িয়ে যায়।
ভুক্তভোগী বাবলু সরকার এ প্রতিনিধিকে বলেন, আমি এলাকার সহজ সরল মানুষ আমার কাছ থেকে প্রায় তিন বছর পূর্বে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি অনুমোদিত ইলেকট্রিশিয়ান মিলন সরকার বিদ্যুৎ সংযোগের নতুন খুঁটি পাইয়ে দেওয়ার কথা বলে ১২ হাজার টাকা নেয়।
এ বিষয়ে অভিযুক্ত মিলন সরকারের নিকট মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মুজিবুর রহমানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দেখব। যদি মিলনের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে পল্লী বিদ্যুৎ সমিতির বিধি মোতাবেক তাহার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং সংশ্লিষ্ট থানায় প্রতারণা মামলা দায়ের করার জন্য ভুক্তভোগীকে পরামর্শ দিয়েছি।
কলমাকান্দায় বিদ্যুতের খুঁটি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি