মানকাড আউট বিতর্কে রোষের মুখে অশ্বিনের পরিবার

খেলা ডেস্ক

অশ্বিনের পরিবার
ছবি : অনলাইন

চলতি আইপিএলে গত সোমবার রাজস্থান- পাঞ্জাব ম্যাচে মহাবিতর্কে জড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মানকাড রানআউট করে নতুন এ বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। যে যার মতো করে ধুয়ে দিচ্ছেন পাঞ্জাব অধিনায়ককে। এ ঘটনায় কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁর পরিবারকেও।

ইনস্টাগ্রামে অশ্বিনের স্ত্রী পৃথী নারায়ণকে সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে। তাঁর ছবির নিচে অনেকে কমেন্ট করেছেন, আপনার স্বামী একজন বিশ্বাসঘাতক।

universel cardiac hospital

শুধু পৃথী নারায়ণ নয়, অশ্বিনের দ্বিতীয় সন্তান আধ্যাকেও এই বিতর্কের জন্য বলির পাঁঠা হতে হয়েছে। তাঁর ছবির নিচে ক্ষুব্ধ নেটিজেনরা মন্তব্য করেছেন, তোমার বাবা বিশ্বাসঘাতক। তুমিও বড় হয়ে বাবার মতো হবে।

গত সোমবার রাজস্থান ইনিংসের ১৩তম ওভারে বল হাতে আক্রমণে ছিলেন অশ্বিন। তিনি ওভারের পঞ্চম বলটি করতে উদ্যত হলে ডেলিভেরির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নন-স্ট্রাইক প্রান্তে থাকা বাটলার। এ ইংলিশ ব্যাটসম্যানের অসচেতনতার সুযোগে স্ট্যাম্পের বেলস ফেলে দিয়ে রানআউটের আবেদন করেন অশ্বিন।

টেলিভিশন রিপ্লে দেখে, সবাইকে অবাক করে হতভম্ব বাটলারকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। এর সঙ্গে সঙ্গে জমে ওঠে বিতর্ক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে