রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে আগুন লাগার পর দুরন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ভবন এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারেই বেসরকারি এই টেলিভিশন স্টেশনের কার্যালয়।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগলে সেখান থেকে তাদের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখা হয় বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান।
তিনি জানান, আগুন লাগার পরপর আমরা নিচে নেমে এসেছি। আমাদের সহকর্মীরা নিরাপদে আছেন।
সম্প্রচার কখন শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আগুন নেভানোর কাজ শেষ হলে অফিসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ফায়ার সার্ভিসের প্রায় দুই ডজন ইউনিট এফ আর টাওয়ারের আগুন নেভানোর কাজ করছে। বিকেল পৌনে ৫টার দিকেও ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
ভবনের বিভিন্ন তলা থেকে আটকা পড়া অনেককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।