এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অর্থনীতি বিষয়ক প্রকাশনা ‘এশিয়ামানি’র দৃষ্টিতে বিশেষায়িত সেবার দিক দিয়ে গতবছর বাংলাদেশের সেরা ব্যাংক ছিল সিটি ব্যাংক। এজন্য তারা ব্যাংকটিকে দিয়েছে ২০১৮ সালের ‘বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস ইন বাংলাদেশ’ সম্মাননা। প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস সিটিজেম-এর জন্য টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেল এই ব্যাংক।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের পক্ষ থেকে হংকংয়ে এক ঝমকালো অনুষ্ঠানে গত ২৫ মার্চ সোমবার এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ামানির সংশ্লিষ্টরা সিটি ব্যাংকের কৃতিত্ব উল্লেখ করে বলেন, ‘সিটিজেম সেবার জন্য সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন অন্যান্য ব্যাংকের চেয়ে অনেক গুণ এগিয়ে। তাদের ধারেকাছেও কেউ নেই। তাদের এ সাফল্য তুলনাহীন। যোগ্যতর হিসেবে তাই টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার পেল সিটি ব্যাংক।’