‘সমাজবিরোধী কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে পুনর্বাসন’

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সমাজবিরোধী কর্মকাণ্ডে যারা যুক্ত, তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে তাদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব ফোর্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আইন প্রনয়ণের সময় মানবাধিকারের বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। মানুষের সাধারণ জীবনযাত্রার সুযোগ যেন থাকে এই বিষয়টা আমাদের অনুসরণ করতে হবে।

শেখ হাসিনা বলেন, কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে বিশেষ ভাবে নজর রাখার ব্যাপারে আমি অনুরোধ জানাচ্ছি। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জঙ্গিবাদ ও সন্ত্রাস যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কোনো রাজনৈতিক দলের মদদে মাদক ব্যবসা যাতে ত্বরান্বিত না হয় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। কারণ, মাদক একটা বিষাক্ত জিনিস। এর ফলে একেকটা পরিবার ধবংসের দিকে যাচ্ছে, তাই চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এছাড়া চোরাকারবারির বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে