একজন ছাড়া বার্ন ইউনিটে ভর্তি সবাই আশঙ্কামুক্ত

ডেস্ক রিপোর্ট

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তিকৃত রোগীদের মধ্যে শুধুমাত্র একজন ছাড়া অন্যরা সবাই আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

শুক্রবার দুপুরে গণমাধ্যমদের তিনি এ কথা জানান।

সামন্ত লাল সেন বলেন: আমাদের এখানে সর্বমোট ৭ জন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে একজন (আব্দুল্লাহ আল ফারুক তমাল) মৃত অবস্থায় এসেছে। তার শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল।

আরেকজন রোগীর (রেজওয়ান আহমেদ) অবস্থা শঙ্কাযুক্ত। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের ১০ থেকে ১২ শতাংশ পোড়া, দুই পায়ের উরুতে ও দুই হাতের হাড় ভাঙ্গা এবং পিঠের কিছুটা অংশে মাংস নেই।

রাতে সেটা অপারেশন করে আমরা ঠিক করেছি। এখন বিশেষভাবে চিকিৎসাধীন আছেন। এছাড়া বাকি যারা আছে তাদের সবাই ঝুঁকিমুক্ত। বার্ন ইউনিটে সর্বমোট ৪ জন রোগী রয়েছে।

তিনি আরো বলেন, চিকিৎসা নিয়ে চলে গেছেন আবু হোসেন আর রেজাউর রহমান নামের দুজন রোগী। আর কুর্মিটোলা হাসপাতাল থেকে অনুপম দেবনাথ নামের আরেকজনকে নিয়ে আসা হয়েছে।

বর্তমানে বার্ন ইউনিটে ভর্তি চারজনকে আমরা দোতালায় আলাদা কক্ষে নিয়ে স্পেশাল চিকিৎসা প্রদান করছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে