ভারতের রাজনীতির মাঠে যত বলিউড তারকা

বিনোদন ডেস্ক

ছবি : ইন্টারনেট




ভারতের রাজনীতিতে বরাবরই বলিউড গ্ল্যামারের ছোঁয়া ছিল৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেও রাজনীতির ময়দানে নেমেছেন অনেক তারকা৷


অমিতাভ বচ্চন


অমিতাভ বচ্চন

১৯৮৪ সালে পুরনো পারিবারিক সম্পর্কের হাত ধরে রাজনীতিতে আসেন এই সুপারস্টার৷ বন্ধু রাজিব গান্ধীর দল, কংগ্রেসের হয়ে এলাহাবাদ থেকে সাংসদ হন৷


সুনীল দত্ত

অমিতাভের মতোই ১৯৮৪ সালে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি৷ কংগ্রেসের হয়ে মোট পাঁচবার সাংসদ ছিলেন সুনীল দত্ত৷


বিনোদ খান্না


বিনোদ খান্না

ষাটের দশকের এই জনপ্রিয় অভিনেতা ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচন লড়েন ও চারবার জেতেন৷ কিন্তু ২০০৯ সালের নির্বাচনে হেরে যান৷


হেমা মালিনী-ধর্মেন্দ্র


হেমা মালিনী-ধর্মেন্দ্র

‘বীরু-বসন্তী’ জুটিকে পর্দায় প্রাণ দেওয়া হেমা মালিনী ও ধর্মেন্দ্র দুজনেই ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে লড়েন ও জেতেন৷ হেমা মালিনী বর্তমানে বিজেপি’র অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদ৷


শত্রুঘ্ন সিনহা


শত্রুঘ্ন সিনহা 

বর্তমানে বিজেপি’র ওপর কিছুটা ক্ষুব্ধ হলেও শত্রুঘ্ন সিনহা দীর্ঘকাল ধরে এই দলের সাথে যুক্ত৷ একবার কেন্দ্রীয় মন্ত্রীর পদও লাভ করেন তিনি৷


রাজেশ খান্না


রাজেশ খান্না 

১৯৯১ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েন রাজেশ খান্না, কিন্তু বিজেপির লালকৃষ্ণ আডবাণীর কাছে হেরে যান৷ পরে ১৯৯২ সালে একই আসনে শত্রুঘ্ন সিনহাকে পরাজিত করেন তিনি৷


রেখা



রেখা 

২০১২ সালে কংগ্রেস রাজ্যসভার একটি আসনে রেখা-কে মনোনীত করে৷ কিন্তু এর পরের দিনগুলিতে সংবাদমাধ্যমে বারবার আলোচিত হয় তাঁর সংসদে অনুপস্থিতি৷


রাজ বব্বর


রাজ বব্বর

বর্তমানে উত্তর প্রদেশ রাজ্যে কংগ্রেসের প্রধান এই প্রাক্তন অভিনেতা৷ এর আগে তিনি সমাজবাদী পার্টির সাথেও যুক্ত ছিলেন৷


জয়া বচ্চন


জয়া বচ্চন

স্বামী অমিতাভের মতো জয়া বচ্চনও রাজনীতির ময়দানে যুক্ত৷ কিন্তু কংগ্রেসের বদলে তিনি সমাজবাদী পার্টির সাংসদ৷


জয়াপ্রদা


জয়াপ্রদা

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত সমাজবাদী পার্টির হয়ে সাংসদের ভূমিকা পালন করেন এই অভিনেত্রী৷ কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যে সম্প্রতি বিজেপি’তে যোগদান করেছেন তিনি৷


শাবানা আজমি


শাবানা আজমি

সাংস্কৃতিক ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখার ফলে রাষ্ট্রপতির পক্ষ থেকে শাবানা আজমি’কে সাম্মানিক সাংসদের পদ দেওয়া হয়৷ এই পদে তিনি ছিলেন ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত৷


মিঠুন চক্রবর্তী


মিঠুন চক্রবর্তী

বাংলা থেকে হিন্দি- সব ভাষার ছবিতেই সমান জনপ্রিয় এই বাঙালি অভিনেতা ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় যোগ দেন৷ কিন্তু ২০১৬ সালে ইস্তফা দেন তিনি৷


গোবিন্দা


গোবিন্দা 

২০০৪ সালে উত্তর মুম্বই আসনে কংগ্রেসের হয়ে জয়লাভ করেন বিখ্যাত এই অভিনেতা৷ কিন্তু পরের নির্বাচনে প্রার্থীত্ব না পাওয়ার রাজনীতি থেকে সরে আসেন গোবিন্দা৷


পরেশ রাওয়াল


পরেশ রাওয়াল 

সোশাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টির হয়ে প্রায়ই লড়তে দেখা যায় এই অভিনেতাকে৷ বর্তমানে তিনি পূর্ব আহমেদাবাদের সাংসদ৷


উর্মিলা


উর্মিলা

রাজনীতির ময়দানে নবতম সংযোজন নব্বইয়ের দশক কাঁপানো অভিনেত্রী উর্মিলা৷ কংগ্রেসের একটি প্রচারসভায় রাহুল গান্ধীর উপস্থিতিতে দলে যোগ দেন তিনি৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে