ঢাবি ছাত্রের ২ বিষয়ে নম্বর কম পাওয়ায় আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

আত্মহত্যা
প্রতীকী ছবি

মিডটার্ম পরীক্ষা দুই বিষয়ে কম নম্বর পাওয়ায় সবুজ মিত্র (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন।

সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত নিরঞ্জন মিত্রের ছেলে।

আজ শুক্রবার ভোররাতে নিজ ঘরের পেছনে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে সবুজের ছোট বোনের স্বামী ঝন্টু দেবনাথ বলেন, সবুজের বড় বোন সাবিত্রী রানী শুক্রবার ভোর ৬টায় ঘুম থেকে উঠে বাথরুমে গেলে আমগাছের সঙ্গে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পায়।

আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষায় সবুজ দুটি বিষয়ের একটিতে ১৫ নম্বরের মধ্যে ১২ নম্বর পেয়েছেন এবং অন্যটিতে ১৫ নম্বরের মধ্যে ৫ নম্বর পেয়েছেন।

এ কারণে সবুজ মনের দুঃখে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়িতে চলে আসে সবুজ। পরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

গলাচিপা থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে