বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আহাদ হায়দারের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার ভোরের দিকে জেলা শহরের আমলাপাড়া সড়কে চারতলা বাড়ির তিনতলায় এই আগুন দেয়া হয় বলে অভিযোগ করেন আহাদ হায়দার।
তিনি বলেন, তার এই বাড়ির তৃতীয় তলার একটি ইউনিটে জেলা জজ আদালতের আইনজীবী অমিতাভ বড়াল বাপ্পী ভাড়া থাকেন। ভোরের দিকে পোড়া গন্ধে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তিনি ঘরের জানালায় আগুন জ্বলতে দেখেন।
তিনি জানান, বাপ্পী প্রথমে নিজে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কাচের জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।
হায়দারের স্ত্রী রিজিয়া পারভীন সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন।
হায়দার বলেন, তিনতলার যে স্থানে আগুন লেগেছে সেখানে বিদ্যুতের কোনো তার নেই। তাই বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগেনি।
তিনি আরও বলেন, সংঘবদ্ধ দুর্বৃত্তরা পুড়িয়ে মারতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কারা কী কারণে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখতে পুলিশের কাছে দাবি জানাচ্ছি।
জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরদার মাসুদ সাংবাদিদের বলেন, আগুনের ধরন দেখে মনে হচ্ছে এটি শর্ট সাকিট নয়।
সকালে জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতারাও তার বাড়িতে যান।
এই ঘটনায় বাগেরহাটের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনা তদন্ত করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন।
সদর থানার ওসি মো. মাহাতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।