টাঙ্গাইলে আওয়ামী লীগের তিন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশ অনুযায়ী এই তিন সংসদ সদস্য বৃহস্পতিবার যার যার নির্বাচনী এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।
এই তিন সংসদ সদস্য হলেন—টাঙ্গাইল-৪ আসনের হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
টাঙ্গাইল-৪ আসনের হাছান ইমাম খান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশক্রমে নির্বাচনী এলাকা ছেড়েছি। আমি এখন টাঙ্গাইলস্থ নিজ বাসায় অবস্থান করছি।
এ ব্যাপারে টাঙ্গাইল-৮ আসনের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচনী এলাকা ছেড়ে টাঙ্গাইলস্থ নিজ বাসভবনে অবস্থান করছি।
টাঙ্গাইল-৫ আসনের ছানোয়ার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বলেন, এমপি স্যার নির্বাচনী এলাকা ছেড়ে ঢাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।
জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল ইসলাম বলেন, আমি এই তিন এমপির সাথে কথা বলেছি। তারা নির্বাচনী এলাকা ছেড়েছেন। তারা নির্বাচনী এলাকা ছেড়ে যেকোনো জায়গায় থাকতে পারবেন, তবে ডিস্ট্রিক্ট ছাড়লে ভালো হয়।
গত বুধবার রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়।