ডিএনসিসির আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌ বাহিনীর সদস্যরাও যোগ দেয়।

শনিবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরো ৯টি ইউনিট যোগ দেয়। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচাবাজার থেকে আগুন গুলশান শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনায়েত হোসেন সকাল সাড়ে ৮টায় জানান, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, আগে আগুন নিয়ন্ত্রণে আনায় আমাদের প্রথম কাজ। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমেটিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে