গত ডিসেম্বর থেকেই মস্তিষ্ক মৃত এমন এক নারীর শেষকৃত্য হতে যাচ্ছে। তবে পর্তুগালের এই নারী (২৬) বৃহস্পতিবার একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই নারীর নাম ক্যাটারিনা সেকুয়েরা। তিনি একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ।
জানা গেছে, ভয়াবহ অ্যাজমায় আক্রান্ত হবার পর ক্যাটারিনার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়েছিল। তার ছেলের নাম রাখা হয়েছে সালভাদর।
সালভাদরের জন্ম হয়েছে ৩২ সপ্তাহ মাতৃগর্ভে থাকার পর। এরপর তাকে শিশু হাসপাতালে পরিচর্যায় রাখা হয়েছে।
শিশু বয়স থেকেই অ্যাজমায় ভুগছিলেন ক্যাটারিনা। এবার অ্যাজমায় গুরুতর আক্রান্ত হন যখন তিনি ১৯ সপ্তাহের গর্ভবতী। তখন তিনি কোমায় চলে যান। এরপর পরিস্থিতির অবনতি হলে ২৬শে ডিসেম্বর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়। পরে ভেন্টিলেটরে তাকে সংযুক্ত করা হয় যাতে করে গর্ভের সন্তান বাঁচতে পারে।
চিকিৎসকরা জানান, তাদের উদ্দেশ্য ছিল অন্তত ৩২ সপ্তাহ পর্যন্ত যেন অপেক্ষা করা যায়। কিন্তু অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই তার সিজার করা হয়।