আকস্মিক বন্যায় আফগানিস্তানে ৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৫ জনের প্রাণহানি।
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৫ জনের প্রাণহানি। ছবি-রয়টার্স

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আশ্রয়হীন হয়েছে লাখো মানুষ। নিখোঁজ অনেকে।

তিনদিনের টানা ভারী বৃষ্টি ও বন্যায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়।

universel cardiac hospital

পানিতে তলিয়ে গেছে বাড়িঘরসহ অসংখ্য ভবন ও স্থাপনা। ফারিয়াব, বাগদিস আর হেরাতসহ অন্তত সাতটি প্রদেশ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র হাশমাত বাহাদুরী গলফ টুডেকে জানিয়েছেন, গত শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারিয়াবে ১০ জন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ১০ জনের মৃত্যু হয়।

এছাড়া বাগদিস প্রদেশে আট ও বালখ প্রদেশে পাঁচজন প্রাণহানি হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে