বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একবিংশ জাতীয় সম্মেলন শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে সভাপতি এবং জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়। ২৮, ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন সাংগঠনিক অধিবেশনে ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তী দুই বছর দেশে ও বিদেশে উদীচী’র সাড়ে তিনশ’র বেশি শাখা সংসদেও সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং ইকবালুল হক খান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পারভেজ মাহমুদ। এছাড়া, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রদীপ ঘোষ, সুরাইয়া পারভীন, মারুফ রহমান, বিজন রায়, রহমান মুফিজ, কংকন নাগ, হালিমা নূর পাপন, মিজানুর রহমান সুমন, আরিফ নূর এবং বিমল মজুমদার। এছাড়াও নতুন কেন্দ্রীয় কমিটিতে ১৯ জন সহ-সভাপতি এবং ৪৯ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
“সময়ের ভ্রান্তিতে টলো না, লড়াইটা কখনোই ভুলো না”- এই শ্লোগানকে ধারণ করে গত ২৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় উদীচী’র একবিংশ জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শ্রমিক নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন।
শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একবিংশ জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে সভাপতি এবং জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় এবারের সম্মেলনে। ২৮, ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন সাংগঠনিক অধিবেশনে ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তী দুই বছর দেশে ও বিদেশে উদীচী’র সাড়ে তিনশ’র বেশি শাখা সংসদেও সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম এবং ইকবালুল হক খান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পারভেজ মাহমুদ। এছাড়া, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রদীপ ঘোষ, সুরাইয়া পারভীন, মারুফ রহমান, বিজন রায়, রহমান মুফিজ, কংকন নাগ, হালিমা নূর পাপন, মিজানুর রহমান সুমন, আরিফ নূর এবং বিমল মজুমদার। এছাড়াও নতুন কেন্দ্রীয় কমিটিতে ১৯ জন সহ-সভাপতি এবং ৪৯ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
“সময়ের ভ্রান্তিতে টলো না, লড়াইটা কখনোই ভুলো না”- এই শ্লোগানকে ধারণ করে গত ২৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় উদীচী’র একবিংশ জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শ্রমিক নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন।