জাপান সরকার নতুন যুগ ‘রেইওয়া’

আন্তর্জাতিক ডেস্ক

তুন যুগ 'রেইওয়া' এর ঘোষণা। ছবি: এনএইচ
নতুন যুগ 'রেইওয়া' এর ঘোষণা। ছবি: এনএইচকে

আজ জাপানিদের মুখে মুখে যে নামটি শোনা যাবে তা হলো ‘রেইওয়া’ এবং এটি বহু বছর ধরে চলবে।

এটি জাপান সরকার কর্তৃক নির্ধারিত নতুন যুগের নাম যা মে মাসের ১ তারিখে যুবরাজ নারুহিতো নতুন সম্রাট হওয়ার পর থেকে শুরু হবে।

এই ঘোষণাটি জাপানে বহু আকাঙ্ক্ষিত ছিল কেননা এটি সামনের বছরগুলোকে সংজ্ঞায়িত করবে পাশাপাশি জনগণের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা নামটি এই বলে ঘোষণা করেন যে, “নতুন যুগের নাম রেইওয়া”এবং কিভাবে নামটি কানজি হরফে লিখতে হবে তাও জানান।

জাপানি কবিতায় ব্যবহৃত সবচেয়ে পুরাতন পুরানবিদ্যা মানইয়ো-শুউ থেকে অক্ষরগুলো এসেছে।

বিশেষজ্ঞদের তৈরি করা একগুচ্ছ নামের তালিকা থেকে মন্ত্রীসভা এই নাম পছন্দ করে। সরকার বিশেষজ্ঞদের পরিচয় প্রকাশ থেকে বিরত থেকেছে।

এ মাসের ৩০ তারিখে সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন এবং এর সাথে সাথে বর্তমান হেইসেই যুগের শেষ হবে।
সরকার নামটি আগে থেকে ঘোষণা করছে, যাতে বিভিন্ন কোম্পানি এবং সাধারণ জনগণ এই পরিবর্তনের জন্য তৈরি হতে পারে।

এই নতুন যুগের নাম বহু অনুষ্ঠানে এবং গাড়ির চালকদের লাইসেন্স, স্বাস্থ্য বীমার কার্ড এবং ক্যালেন্ডারসহ দাপ্তরিক কাগজপত্রে ব্যবহৃত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে