ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের চার বিকল্প প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন দেশটির এমপিরা।
স্থানীয় সময় সোমবার রাতে ব্রিটিনের পার্লামেন্টে চারটি বিকল্প প্রস্তাবের ওপর ভোট হয়। কিন্তু একটি প্রস্তাবও সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
ফলে তেরেসা মে এখন কি করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে একটি গুরত্বপূর্ণ বৈঠক ডেকেছেন।
সোমবার রাতের এই ভোটাভুটি আইনিভাবে বাধ্যতামূলক ছিল না। ফলে প্রস্তাবগুলো পাস হলেও তা বাস্তবায়নে বাধ্য ছিল না সরকার। কিন্তু হাউজ অব কমন্সে সামান্য ব্যবধানে সব প্রস্তাব বাতিল হয়ে যায়।
এই চারটি প্রস্তাবও বাতিল হয়ে যাওয়ায় এখন তেরেসা মের হাতে আগের দুটি অপশনই থাকলো। আগামী ১২ এপ্রিলের মধ্যে ইইউ’র কাছ থেকে ব্রেক্সিটের জন্য সময় বাড়িয়ে নেয়ার চেষ্টা করতে হবে অথবা চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করতে হবে ব্রিটেনকে।