ব্যতিক্রম হচ্ছে এবারের ‘চলচ্চিত্র দিবস’

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল। প্রতি বছরের এই দিনে দেশের চলচ্চিত্র অঙ্গন সাজে বর্ণিল রঙে। উৎসবের আমেজে পালিত এই এই বিশেষ দিনটি। তবে এবারের চলচ্চিত্র দিবস কিছুটা ব্যতিক্রম হচ্ছে। কারণ এবারের আয়োজনটি হচ্ছে দুই দিনব্যাপী।


৩ এপ্রিল পবিত্র শবে মেরাজ। তাই দিনটির পবিত্রতা রক্ষার্থে এদিন চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক আয়োজন রাখা হচ্ছে না।

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল। প্রতি বছরের এই দিনে দেশের চলচ্চিত্র অঙ্গন সাজে বর্ণিল রঙে। উৎসবের আমেজে পালিত এই এই বিশেষ দিনটি। তবে এবারের চলচ্চিত্র দিবস কিছুটা ব্যতিক্রম হচ্ছে। কারণ এবারের আয়োজনটি হচ্ছে দুই দিনব্যাপী।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) উদ্যোগে আয়োজিত হবে ‘চলচ্চিত্র দিবস-২০১৯’। দুই দিনের মধ্যে ৩ এপ্রিল হবে শোভাযাত্রা, পোস্টার ও চলচ্চিত্র প্রদর্শনী। দ্বিতীয় তথা ৪ এপ্রিল থাকবে সাংস্কৃতিক আয়োজন। 

universel cardiac hospital

প্রতি বছর চলচ্চিত্র দিবস একদিনে পালন করা হলেও এবার দুই দিনে কেন? এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিতে পারে। সেই বিষয়টিও পরিষ্কার করেছে বিএফডিসি কর্তৃপক্ষ। ৩ এপ্রিল পবিত্র শবে মেরাজ। তাই দিনটির পবিত্রতা রক্ষার্থে এদিন চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক আয়োজন রাখা হচ্ছে না।

জানা গেছে, ৩ এপ্রিল, বুধবার প্রথম দিন বর্ণাঢ্য র‌্যালি দিয়ে শুরু হবে চলচ্চিত্র দিবসের কার্যক্রম। এরপর আলোচনা সভা, পোস্টার ও চলচ্চিত্র প্রদর্শনী।

দ্বিতীয় দিনে সাংস্কৃতিক পর্বে থাকছে চমক। দেশের একঝাঁক তারকা মাতাবেন চলচ্চিত্র দিবসের মঞ্চ। পরিবেশনায় থাকবেন নিরব, মাহিয়া মাহি, সাইমন সাদিক, ইমন, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবির, শিপন মিত্রসহ অনেকেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে