নবীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেল উদ্ধার

সৈম আকবর

ককটেল উদ্ধার
নবীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার হওয়া ককটেল

নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের বাড়ির ছাদ থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেল উদ্ধারের নেতৃত্ব দেন নবীনগর থানার এস আই আতিউর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে,  গত ৩১ মার্চ নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের দিন গ্রামের জিল্লুর রহমান চেয়ারম্যান ও কাউসার মোল্লার গ্রুপের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া জের ধরে ব্যাপক সহিংসতা এবং মারামারি শুরু হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। পুলিশ কাউসার মোল্লাকে গ্রেফতার কেরছে। গ্রামটিতে এখন কোনো পুরুষ না থাকলেও বিরাজ করছে আতংক। পুলিশ ২টি অস্হায়ী ক্যাম্প বসিয়েছে।

universel cardiac hospital

জানা যায়, চেয়ারম্যান জিল্লুর রহমান কৃষ্ণনগর ইউপি আওয়ামী লীগের সভাপতি হলেও তিনি স্বতন্ত্র প্রার্থী মোঃ মনির হোসেনকে সমর্থন করেন। অপরদিকে কাউসার মোল্লা নৌকা মার্কার কাজী আকবর আলী সিদ্দিক টিটোর নির্বাচন করেন।

এ ব্যাপারে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে