ইরানের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২

ডেস্ক রিপোর্ট

ইরানের

ইরানের ভয়াবহ বন্যায় গত ১৫ দিনে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। বুধবার ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন সরকারিভাবে বন্যায় প্রাণহানির এ সংখ্যা জানিয়েছে।

দেশটির ৩১টি রাজ্যের মধ্যে ১১টিতেই বন্যার পানি প্রবেশ করেছে। এই ১১ রাজ্যের প্রতিটিতেই প্রাণহানির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। 

universel cardiac hospital

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে, ব্যাপক বর্ষণের ফলে দেশের ১৪১টি নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। শহর এলাকার ৭৮টি রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিনষ্ট হয়েছে দুই হাজার ১৯৯টি গ্রামীণ সড়ক। এছাড়া ৮৪টি সেতু ভেঙে পড়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে