খালেদার মুক্তি দাবি : রিজভীর নেতৃত্বে মহিলা দলের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

বৃহস্পতিবার এক প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি নয়াপল্টন কাযালয় থেকে শুরু করে ঢাকা ব্যাংকের সামনে এসে শেষ হয়।

universel cardiac hospital

এর আগে প্রতিবাদ সভায় বক্তব্যে রিজভী বলেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে।  তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এটি অবিচার। এই অবিচার দেশের জনগণ মেনে নিবে না।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনার গণতন্ত্র মিথ্যা, আপনার সিংহাসন মিথ্যা, আপনার প্রশাসন মিথ্যা, আপনার বিজয় মিথ্যা। মনে করছেন এই বিজয় চিরস্থায়ী? হুড়হুড় করে ভেঙে পড়বে! আপনি গণতন্ত্রের প্রতীককে বন্দি করে রেখেছেন। তাকে উন্নত চিকিৎসা দিচ্ছেন না। নির্যাতন চালিয়ে আপনি টিকে থাকতে পারবেন না।

এই সময় তিনি দেশে নারী নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেন রিজভী।

প্রতিবাদ সভায় মহিলা দলের নেত্রীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে