দীর্ঘদিন পর ফিফা র‌্যাংকিংয়ে সুখবর

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জাতীয় ফুটবল দল

অনেকদিন ধরেই বাংলাদেশের ফুটবল ক্রমেই তলানির দিকে ধাবিত হচ্ছিলো। শেষ পর্যন্ত নতুন কোচ জেমি ডের অধীনে ধীরে ধীরে আবারো আগের জায়গায় ফিরতে চেষ্টা করছে লাল-সবুজ প্রতিনিধিরা। এরইমধ্যে তার আভাসও পাওয়া গেল বৃহস্পতিবার। কেননা দীর্ঘদিন পর আজই ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।   

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক ঘোষিত সবশেষ আপডেটে ৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। এর আগে অনেকদিন ধরেই লাল-সবুজ প্রতিনিধিরা র‌্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে  ছিল।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেমি ডে দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন তার প্রাথমিক লক্ষ্য ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ দলকে ১৫০ এর ভেতরে নিয়ে আসা। সে পথে কিছুটা এগিয়েছে লাল-সবুজরা এটা তো বলায় যায়।

গত ৭ ফেব্রুয়ারির র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ দলের অবস্থান ছিলো ১৯২তম। বৃহস্পতিবার প্রকাশিত র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে বাংলাদেশের নতুন অবস্থান ১৮৮তম। কম্বোডিয়ার বিপক্ষে পাওয়া জয়ে ২ রেটিং যোগ হওয়ায় বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৯০৯।

এদিকে আগের মতো র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে বেলজিয়াম। দুইয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তিনে ব্রাজিল। তবে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ক্রোয়েশিয়া। এরপরের অবস্থান, উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্কে। ১৩ নম্বরে রয়েছে জার্মানি। আর্জেন্টিনা অবস্থান ১১তে।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে