ধর্ষণের অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসির বিরুদ্ধে মামলা

আইন ও বিচার ডেস্ক

আদালত
ফাইল ছবি

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়াসহ এগারো জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেছেন এক তালাকপ্রাপ্তা ভুক্তভোগী নারী। 

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ দুই সন্তানের মা ওই নারী নালিশী অভিযোগে মামলাটি দায়ের করেন। 

ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার বাদির জবানবন্দি গ্রহণের পর আনা অভিযোগ বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

universel cardiac hospital

আদালত সূত্র জানিয়েছে, মামলায় একই থানার উপপরিদর্শক আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজু, জনৈক মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ৩ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত সভায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। পুলিশও যদি অন্যায় করে কাউকে ছাড় দেয়া হচ্ছে না, ছাড় দেয়া হবেও না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে