দুর্নীতি-দুঃশাসন বাংলাদেশের উন্নয়নে বড় বাধা : বি. চৌধুরী

ডেস্ক রিপোর্ট

বি. চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে দুর্বল সেক্টর হলো ব্যাংক। তারপরেও সেখানে টাকা-পয়সা নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নেওয়ার প্রবণতা। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি, দুঃশাসন ও প্রশাসনিক ব্যর্থতা।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাবের আবদুস সালাম হলে একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু দুর্নীতি বন্ধ করা গেলে জিডিপি আরও ১/২ শতাংশ বেড়ে যেত। এটা আমার কথা নয়, বিশেষজ্ঞদের কথা। সুতরাং, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস নয়।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমরা চাই শ্রদ্ধাবোধের রাজনীতি। কারণ ঘৃণা করে কেউ কোনোদিন বড় হয় না। আর শ্রদ্ধা করে কেউ কোনো দিন ছোট হয় না।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জনদল (বিজেডি) এ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী। সভাটি পরিচালনা করেন বিজেডি মহাসচিব সেলিম আহমেদ। সভায় উপস্থিত ছিলেন বিকল্পধারা ও যুক্তফ্রন্টের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে