আল-আমিনের জাদুকরী বোলিংয়ে প্রাইম ব্যাংকের ১৭২ রানে জয়

ক্রীড়া ডেস্ক

আল-আমিন হোসেন
আল-আমিন হোসেনের বোলিং জাদুতে ১৭২ রানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছবি সংগৃহিত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শুক্রবার নবম রাউন্ডের ম্যাচে পেসার আল-আমিন হোসেনের বোলিং জাদুতে ১৭২ রানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন তারা ততীয় অবস্থানে রয়েছে। আর ৫ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে বিকেএসপি।

ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রাইম ব্যাংকের দেয়া ২২৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ ওভারে মাত্র ৫০ রান করে অলআউট হয়ে যায় বিকেএসপি। দলের পক্ষে দুই অঙ্কের ঘরে রান করেন একজন। ১৫ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় সর্বোচ্চ ৭ রান করেন আব্দুল কাইয়ুম।

universel cardiac hospital

প্রাইম ব্যাংকের পেসার আল-আমিন হোসেন ৮ ওভারে ২০ রান দিয়ে ৫টি উইকেট নেন। তিনটি ওভার মেডেন করেন তিনি। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে প্রান্তিক নওরোজ নাবিল ও চতুর্থ বলে আমিনুল ইসলামকে ফেরান আল-আমিন। হ্যাটট্রিকের সম্ভাবনা জেগে উঠলেও আল-আমিন তা করতে পারেননি।

পঞ্চম ওভারে এসে আকবর আলীকে ফেরান আল-আমিন। সপ্তম ওভারে এসে ফেরান ফাহাদ হোসেনকে। অর্থাৎ, প্রথম চারটি উইকেট ছিল আল-আমিনের দখলে। দশম ওভারে রান আউট হন শামীম হোসেন। দশম ওভারে এসে আব্দুল কাইয়ুমকে ফিরিয়ে ৫ নেয়ার কৃতিত্ব অর্জন করেন আল-আমিন। এরপর নাঈম হাসান ২টি, আব্দুর রাজ্জাক ১টি ও মনির হোসেন ১টি করে উইকেট নেন। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন অভিমন্যু ইসওয়ারান। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন নাহিদুল ইসলাম। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আল-আমিন হোসেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে