সেই সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল রিমান্ডে

ডেস্ক রিপোর্ট

সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল রিমান্ডে
সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল রিমান্ডে

রাজধানীর প্রগতি সরণিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসটির মালিক ননী গোপাল সরকারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক বাকী বিল্লাহ এই আদেশ দেন।

দুপুরের পর ননী গোপালকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তিন দিনের  রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। এরপর শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মুগদার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ১৯ মার্চ সকালে নদ্দা এলাকায় প্রগতি সরণিতে সুপ্রভাত নামে বাসটির চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার নিহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আবরারের মৃত্যুর ঘটনায় গুলশান থানায় মামলা হয়। সেই মামলায় বাসটির মালিক গোপাল চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেদিনের দুর্ঘটনায় করা মামলার পর ২৬ মার্চ রাতে চাঁদপুরের শাহরাস্তি এলাকার একটি ইটভাটা থেকে বাসটির কন্ডাক্টর ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে মধ্যবাড্ডা থেকে বাসের হেলপার ইব্রাহিমকে গ্রেপ্তার করে ডিবি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে