রাজধানী ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০, সিপিসি ২ এর একটি আভিযানিক দল। ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ (কেরানীগঞ্জ) এর কম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এর নেতৃত্বে এই বিশেষ আভিযানটি পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির তার নাম মো. আল আমিন (২৯) বলে জানায়। তার পিতার নাম মো. শাহাব উদ্দিন, বাড়ি নরসিংদী জেলার শিবপুরে।
তার নিকট হতে ১০০০/- (এক হাজার) টাকার ৪২টি
জাল টাকার নোট ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামি জাল টাকা লেনদেন
একটি দণ্ডনীয় অপরাধ জানা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এ কারবার করে আসছে।
তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।