বাঘায় ফেসবুকে প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে শিক্ষার্থী কারাগারে

ডেস্ক রিপোর্ট

কারাগার
প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক থেকে প্রশ্ন সরবরাহের চেষ্টার অভিযোগে এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার বাঘা উপজেলার আড়ানী আলহাজ্ব এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আড়ানী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহান আলী। কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দেওয়ার সময় মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় সে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে প্রশ্ন সরবরাহের চেষ্টা করে। এ সময় কক্ষ পরিদর্শক বিষয়টি জানতে পেরে তাকে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন রেজার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সে নিজের দোষ শিকার করায় তাকে ১৫ দিনের জন্য সাজা দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে