মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন ঘিরে পাবনায় নানা আয়োজন

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮৯তম জন্মদিন আজ। এ দিনটি ঘিরে তার জন্মস্থান পাবনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন র‌্যালি, আলোচনা সভা ও সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে। সুচিত্রার জন্মদিনকে ঘিরে পাবনায় উৎসব আমেজ এবং সাজসাজ রব বিরাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮৮তম জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান পাবনায় জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের যৌথ উদ্যোগে সকাল ১০টায় র‌্যালি হয়, পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিকেল ৩টায় পাবনা সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, জন্মদিন উপলক্ষে সুচিত্রা সেনের বাড়িটি ওই দিন দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হবে।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সভাপতি পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু বলেন, মহানায়িকার জন্মদিনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে কেক কাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পাবনা ড্রামা সার্কেল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস হাইস্কুলেও কেক কাটাসহ নানা কর্মসূচির মাধ্যমে জন্মদিন পালন করছে।

তৎকালীন বৃহত্তর পাবনার [বর্তমান সিরাজগঞ্জ] বেলকুচি উপজেলার সেন ভাঙাবাড়ি গ্রামে ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেন এই দীপ্তিময় প্রতিভা। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের একতলা পাকা পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের শিশুকাল, শৈশব ও কৈশোর কেটেছে। তার বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি করতেন। মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। দুই বোনের মধ্যে সুচিত্রা সেন ছিলেন বড়। ১৯৫৩ থেকে ১৮৭৮ সাল পর্যন্ত ৩৫ বছর বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন সুচিত্রা সেন। পেয়েছেন অসংখ্য সম্মাননা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে