মদ পানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলীর মৃত্যু

সারাদেশ ডেস্ক

মদপানে রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু
মদপানে রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

অতিরিক্ত মদ পানে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান প্রকৌশলী দিমিত্রি বেল্লি (৪১) মারা গেছেন। এ ছাড়াও অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই প্রকৌশলী

এরা হলেন- মিকায়েল দিমা ও লোগেচেভ লেভ। তারা হাসপাতালের ১৭নং ওয়ার্ডের ৩০ ও ১নং বেডে ভর্তি আছেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। অসুস্থ মিকায়েল দিমারের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালের দিকে তারা হুক ব্র্যান্ডের অতিরিক্ত মদ পান করেন। ওইদিন সন্ধ্যার পর থেকে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রামেক হাসপাতালে পাঠানো হয়।

universel cardiac hospital

চিকিৎসক নাফিস রহমান বলেন, হাসপাতালে পৌঁছার আগেই একজন মারা যান। বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতের মরদেহ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে