লম্বা ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজ

ডেস্ক রিপোর্ট

প্রিমিয়ার লিগে
ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজুর রহমান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন বাঁহাতি এই পেসার।

লম্বা বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন মুস্তাফিজ। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর সবশেষ তিনি এই প্রতিযোগিতায় খেলেছিলেন। 

২৫ লাখ টাকার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজকে ড্রাফট থেকে দলে নিয়েছিল শাইনপুকুর। ৬ এপ্রিলের পর থেকে তাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল তরুণ এই পেসারের।    

universel cardiac hospital

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাতিল হয়ে যায় নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টেস্ট। পরদিন দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। ঢাকা পৌঁছেই সাতক্ষীরা চলে যান মুস্তাফিজ। সেখানে কদিন আগে বিয়েও করেন তিনি।

গত সপ্তাহে ঢাকায় ফেরা মুস্তাফিজ রোববার প্রথমবারের মতো শাইনপুকুরের অনুশীলনে ছিলেন। টানা ৬ ওভার বোলিং করার পর অংশ নেন দলের মিটিংয়েও। পরে জানান, সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামার ব্যাপারে তিনি আশাবাদী।

“এখানে একদিন অনুশীলন করেছি। তবে বাড়িতে কিন্তু জিম আর বোলিং নিয়মিতই করেছি। আজ শাইনপুকুরের অনুশীলনে টানা বোলিং করেছি। এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই। আশা করি, কাল খেলতে কোনো সমস্যা হবে না।”

ভাবনায় আছে বিশ্বকাপ প্রস্তুতিও। তবে এই মুহূর্তে দলের জয়ে অবদান রাখার দিকে বেশি মনোযোগ মুস্তাফিজের।

“এতো কিছু ভেবে তো খেলতে নামা যায় না। তবে প্রিমিয়ার লিগে ভালো করলে বিশ্বকাপে এই আত্মবিশ্বাস কাজে লাগবে।”

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে