দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের নারী ক্রিকেটার সড়ক দুর্ঘটনায় নিহত

ডেস্ক রিপোর্ট

জাতীয়

২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটার এলরিসা থিউনিসেন সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল।

২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটার এলরিসা থিউনিসেন সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল।

universel cardiac hospital

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন থিউনিসেন। জায়গা পেয়েছিলেন প্রোটিয়া নারী দলের বিশ্বকাপ একাদশেও।

ঐ বছর বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং একাদশের হয়ে একটি একদিনের ম্যাচে খেলেছিলেন এলরিসা থিউনিসেন। পেয়েছিলেন তিনটি উইকেট। প্রোটিয়াদের হয়ে সেটিই ছিল থিউনিসেনের শেষ ম্যাচ।

সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) জানিয়েছে, নর্থ ওয়েস্টের স্টিলফন্টেইনে এক মোটর গাড়ি দুর্ঘটনায় মারা যান থিউনিসেন। ঐ দুর্ঘটনায় তার প্রথম সন্তানেরও মৃত্যু হয়।

থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরে, ‘আমাদের সবার জন্য এটি শোকের একটি সংবাদ। সে ক্রিকেট কমিউনিটির জন্য অনেককিছু করেছে, যেখানে কি না সে বেঁচে থাকত। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটেও সে অনেক অবদান রেখেছে। সিএসএ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তার স্বামী, রুডি, তার পরিবার, বন্ধু ও তার ক্রিকেট পরিবারের সবাইকে।’

এদিকে প্রোটিয়া অলরাউন্ডারের মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসিও।

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ৫ এপ্রিল।

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন থিউনিসেন। জায়গা পেয়েছিলেন প্রোটিয়া নারী দলের বিশ্বকাপ একাদশেও।

ঐ বছর বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং একাদশের হয়ে একটি একদিনের ম্যাচে খেলেছিলেন এলরিসা থিউনিসেন। পেয়েছিলেন তিনটি উইকেট। প্রোটিয়াদের হয়ে সেটিই ছিল থিউনিসেনের শেষ ম্যাচ।

সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) জানিয়েছে, নর্থ ওয়েস্টের স্টিলফন্টেইনে এক মোটর গাড়ি দুর্ঘটনায় মারা যান থিউনিসেন। ঐ দুর্ঘটনায় তার প্রথম সন্তানেরও মৃত্যু হয়।

থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরে, ‘আমাদের সবার জন্য এটি শোকের একটি সংবাদ। সে ক্রিকেট কমিউনিটির জন্য অনেককিছু করেছে, যেখানে কি না সে বেঁচে থাকত। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটেও সে অনেক অবদান রেখেছে। সিএসএ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তার স্বামী, রুডি, তার পরিবার, বন্ধু ও তার ক্রিকেট পরিবারের সবাইকে।’

এদিকে প্রোটিয়া অলরাউন্ডারের মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসিও।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে