সাহরি ও ইফতারের সময়সূচি

ডেস্ক রিপোর্ট

চাঁদ দেখা
ফাইল ছবি

আজ সোমবার থেকে শুরু হয়েছে শাবান মাস গণনা। সে হিসেবে আগামী ২১ এপ্রিল রোববার রাতে শবে বরাত পালিত হবে।

আর আগামী ৭ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে সোমবার ইসলামিক ফাউন্ডেশন এ বছরের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রোজা শুরু হলে ঢাকা ও আশপাশের এলাকার লোকজনকে ওইদিন ভোর ৩টা ৫২ মিনিটের মধ্যে সাহরি খেতে হবে। আর ইফতার করতে হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য। স্থান ভেদে ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন এলাকার মানুষ সাহরি ও ইফতার করবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে।

সুতরাং সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। একইভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে