সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসল কুমিল্লা ইপিজেডের আগুন

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা ইপিজেডে সুতার কারখানায় ভয়াবহ আগুন
কুমিল্লা ইপিজেড। ফাইল ছবি

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।

কুমিল্লা ইপিজেডে আরএন স্পিনিং মিল নামের একটি সুতার কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৮ ঘণ্টা চেষ্টার পর আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাতে কারখানায় শ্রমিক না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানান, কারখানার ভেতর প্রচুর পরিমাণ সুতা, তুলা ও অন্যান্য মালামালে এখনো অল্প অল্প আগুন জ্বলছে। এজন্য আগুন পুরোপুরি নেভাতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে রাতে তিনি জানান, ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসার পর প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতার কারণে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও  আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগে কারখানার গুদাম থেকে। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে