শিক্ষক নিবন্ধন : নতুন ২০ বিষয় অনুমোদন পেল

ডেস্ক রিপোর্ট

শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সিলেবাসে এনটিআরসিএ প্রণয়নকৃত ২০টি নতুন বিষয় অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত চিঠি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) পাঠানো হয়েছে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার জন্য নতুন ২০টি বিষয়ের সিলেবাস প্রণয়ন করে এনটিআরসিএ। গত ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে সিলেবাসগুলো পাঠানো হয়। সংস্থাটির সুপারিশ অনুসারে সবগুলো বিষয়ের সিলেবাস অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

অনুমোদন পাওয়া বিষয়গুলো হলো-ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, কমার্সিয়াল আর্ট ও কম্পিবুটার গ্রাফিক্স, সিরামিক, স্কাল্পচার, ক্রাফটস, সভ্যতার ইতিহাস ও শিল্পকলার ইতিহাস, চারু ও কারুকলা, ইন্টারন্যাশনাল বিজনেস, ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স, প্রাণী চিকিৎসা ও উৎপাদন, মৎস, কৃষি প্রকৌশল, গণিত পরিমিতি ও পরিসংখ্যান, আদব, ফিকহ, হাদীস, তফসীর ও আইসিটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে