কোস্টগার্ডের অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সারাদেশ ডেস্ক

ইয়াবা
ইয়াবা। ফাইল ছবি

ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, ইয়াবাগুলো জালের বস্তার ভেতর ইটের বক্সে পেঁচানো ছিল। আটক মোশাররফ ও টিপু চি‌হ্নিত মাদক চোরাকারবা‌রি।  তারা মাছ ধরা এবং বেচা‌কেনার অন্তরালে দীর্ঘ‌দিন ধ‌রে মাদক চোরাচালা‌নের সঙ্গে জ‌ড়িত।

মাছ ধরার আড়ালে কক্সবাজার থেকে দুটি ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় যাচ্ছিল একটি চক্র। কোস্টগার্ডের হাতে ধরা পড়েছে সেই চক্রের দুই সদস্য। আর উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ পিস ইয়াবা। এসব ইয়াবার মূল্য প্রায় ২৫ কো‌টি টাকা ব‌লে জানিয়েছে কোস্টগার্ড।


আটককৃতরা হ‌লেন মোশাররফ ও টিপু। তাদের বাড়ী কুয়াকাটার ম‌হিপুর এলাকায়।

মঙ্গলবার রাতে কুয়াকাটা সৈকত থেকে ৫০ কিলোমিটার গভীরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হ‌লেন মোশাররফ ও টিপু। তাদের বাড়ী কুয়াকাটার ম‌হিপুর এলাকায়।

ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, ইয়াবাগুলো জালের বস্তার ভেতর ইটের বক্সে পেঁচানো ছিল। আটক মোশাররফ ও টিপু চি‌হ্নিত মাদক চোরাকারবা‌রি।  তারা মাছ ধরা এবং বেচা‌কেনার অন্তরালে দীর্ঘ‌দিন ধ‌রে মাদক চোরাচালা‌নের সঙ্গে জ‌ড়িত।

আটক দুই ইয়াবা কারবারিকে ম‌হিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে