বিআইডব্লিউটিএর অভিযানে ২৬তম দিনে ১৭ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট

বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান
বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান। ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তুরাগ তীর দখলমুক্ত অভিযানে তৃতীয় পর্বের ২৬তম দিনে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

আজ বুধবার রূপনগর থানার দেউল মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

universel cardiac hospital

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ হাসানাত জানান, ২৬তম দিনের অভিযানে সর্বমোট ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে রয়েছে পাকা এক তলা দুটি, আধা পাকা ৯টি, পাকা বাউন্ডারি ওয়াল দুটি, টিনের ঘর ছয়টি।

এছাড়া সাতটি বালুর গদি নিলাম করে ২০ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের পাশাপাশি তিন একর তীর অবমুক্ত করা হয়েছে।

এর আগে ২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত কামরাঙ্গীরচর থেকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় জহুরাবাদ পালপাড়া পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট পাকা স্থাপনা ৩৪১, আধা পাকা ৪০৩, পাকা বাউন্ডারি ওয়াল ১৬৬, অন্যান্য ১৮০১টিসহ সর্বমোট ২৭১১ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ সময় সর্বমোট অবমুক্ত জায়গা ৫৮ একর, সর্বমোট এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে