কারাগারে মারা গেলেন কুষ্টিয়া জেলা বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট

বিএনপি নেতা
কারাগারে বিএনপি নেতার।ছবি- সংগৃহিত

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কালেক্টরেট চত্বরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার পথে আটক হয়ে কারাগারে থাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ শামীম আরজু মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল চারটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বিএনপি নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।


তাপস কুমার জানান, বিকাল চারটার দিকে এম এ শামীম আরজুকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনার ১০ মিনিট পর তার মৃত্যু হয়। ব্রেন স্ট্র্রোকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

universel cardiac hospital

কুষ্টিয়ার জেল সুপার জাকের হোসেন জানান, শামীম আরজু কারাগারে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে কালেক্টরেট চত্বরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফেরার পথে এম এ শামীম আরজুসহ বিএনপির ১০ নেতাকর্মী আটক করে পুলিশ। পরদিন নাশকতা মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়। সেই মামলায় আরজু কারাগারে আটক ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে