নুসরাতের মৃত্যুতে তারকাদের শোক

ডেস্ক রিপোর্ট

গত ৬ এপ্রিল সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মারা যায় নুসরাত জাহান রাফি।

গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্নজন পোস্ট করেছেন। এই তালিকা থেকে বাদ পড়েননি শোবিজ অঙ্গনের তারকারাও। অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পীসহ অনেকেই তাদের ফেসবুক অ্যাকাউন্টে নুসরাতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন।


কোন দেশে ধর্ষণের শাস্তি কেমন তা উল্লেখ করে পরিচালক হাসিবুর রেজা কল্লোল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে লেখাটি শেয়ার দেন ফেনীর সোনাগাজী উপজেলার মেয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচী। আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মানুষ মানুষকে নিয়ে ভালোবাসায় মানবিকতায় একসাথে বসবাস করবে, যদি এর বিরুদ্ধে যেয়ে সভ্যতাকে কেউ ধ্বংস করে, নারী এবং পুরুষের মধ্যে বিরোধ আনে, ধর্ষক হয়, অত্যাচারী হয়, নির্মম নিষ্ঠুর হয়, তবে বিলুপ্তি ঘটুক! মানবিক পৃথিবীতে অমানবিক প্রাণীর নাম কি ইতিহাসে পুরুষ হিসেবেই আখ্যা পাবে? পাক, শেষ হোক এই অধ্যায়…’


জয়া আহসান তার ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করে মৃত নুসরাতের ছবি দিয়েছেন। চিত্রনায়ক জায়েদ খান তার ফেসবুকে লিখেন, ‘ক্ষমা করে দিও নুসরাত তোমাকে আমরা বাচাঁতে পারলাম না।’ চঞ্চল চৌধুরী লিখেন, ‘নুসরাতের জন্য শোক, নুসরাতের জন্য প্রার্থনা, নুসরাতের জন্য প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

উপস্থাপক ও পরিচালক আনজাম মাসুদ তার ফেসবুকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ছবি দিয়ে লিখেন, ‘এর পরিচয় একজন যৌন নিপীড়ক, ভণ্ড, নরপিশাচ। ফাঁসি চাওয়া ছাড়া আমার বিকল্প কোনো চাওয়া নেই। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি উপযুক্ত বিচার করবেন। দ্রুতই করবেন। কারণ আপনি-ই একমাত্র ভরসা। দৃষ্টান্তমূলক শাস্তি পেলে আরো যে নরপিশাচ আছে তারা সাবধান হবে। প্রতিবাদ এখান থেকেই হোক।’

চিত্রনায়িকা নিপূন তার ফেসবুকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একটি ছেলের ছবি পোস্ট করে ক্যাপশন লিখেন, ‘এইবার ওর গায়ে আগুন ধরিয়ে দিতে হবে!’


চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুকে লিখেন, ‘নুসরাতসহ সব ধর্ষকের দ্রুত বিচার ও স‌র্বোচ্চ শা‌স্তি আদায় কর‌তে আমরা কী আরো একবার গণজাগরণ তৈ‌রি কর‌তে পা‌রি না? ম‌নে রাখবেন, দাবি আদায়ের আ‌ন্দোলন রাস্তায় হয়, ফেসবু‌কে নয়। অ‌নি‌শ্চিত মৃত্যুর বিভী‌ষিকা আর সহ্য হ‌চ্ছে না— ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই।’

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুক পেজে লিখেন, ‘নুসরাত …ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে