সন্ধ্যা ৬টার মধ্যেই শেষ করতে হবে পহেলা বৈশাখের অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ওইদিন সন্ধ্যা ৬টার মধ্যেই।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে এ নির্দেশনা দেয়া হয়।

universel cardiac hospital

ডিএমপির নির্দেশনায় বল হয়, পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে সকল উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন সমাপ্ত করতে হবে। এছাড়া এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন ব্যক্তিদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশনা দেয় ডিএমপি।

একই সঙ্গে সংবাদ সম্মেলনে ডিএমপি রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকাও এই সময়ের মধ্যে ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়।

ডিএমপির নির্দেশনায় মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা এবং ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। এদিন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের পকেটে ঠিকানা ও ফোন নম্বর লিখে রেখে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে